আড়ি১ [ āḍi] আড়া২-র রূপভেদ। আড়ি২ [ āḍi] বি. ১. আড়াল, অন্তরাল; ২. বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; ৩. (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি দেওয়া–ক্রি. প্রতিযোগিতা করা। আড়ি পাতা, আড়ি মারা–ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা।