আড়েদিঘে

আড়েদিঘে, আড়েদীঘে [ āḍē-dighē, āḍē-dīghē ] ক্রি. বিণ. প্রস্হে ও দৈর্ঘ্যে, চওড়ায় ও লম্বায়। [বাং. আড় + সং. দৈর্ঘ্য]।

আড়ে

আড়ে [ āḍē ] ক্রি-বিণ. ১. আড়ালে (‘সে ছিল গাছের আড়েই’: নজরুল); ২. প্রস্হের দিকে (কাপড়টা আড়ে এক হাত)।

আড়ি

আড়ি১ [ āḍi] আড়া২-র রূপভেদ। আড়ি২ [ āḍi] বি. ১. আড়াল, অন্তরাল; ২. বিবাদ, মনের অমিল, অসদ্ভাব; ৩. (ছোট ছেলেমেয়েদের মধ্যে প্রচলিত) চিবুকে আঙুল ঠেকিয়ে কথা বন্ধের ঘোষণা। [দেশি]। আড়ি দেওয়া–ক্রি. প্রতিযোগিতা করা। আড়ি পাতা, আড়ি মারা–ক্রি. বি. আড়াল থেকে লুকিয়ে অন্যের কথা শোনা।

আড়াল

আড়াল [ āḍāla ] বি. ১. দৃষ্টির বাহির, অন্তরাল (চোখের আড়াল, আড়ালে রাখো); ২. পরদা, আবরণ (দুটো ঘরের মাঝে একটা আড়াল থাকা দরকার)। [বাং. আড়২]।

আড়ানা

আড়ানা [ āḍānā ] বি. কানাড়া গোষ্ঠীর রাগিণীবিশেষ, এই রাগিণী সাধারণত রাত্রি দ্বিতীয় প্রহরে গেয়। [দেশি]।

আড়াঠেকা

আড়াঠেকা [ āḍā-ţhēkā ] বি. সংগীতের ষোলো মাত্রার তালবিশেষ। [বাং. আড়াই + ঠেকা]।

আড়াইয়া

আড়াইয়া–বি. আড়াই গুনের নামতা; (বর্ত. বিরল) আড়াই সের ওজনের বাটখারা।

আড়াইহাতি

আড়াইহাতি–বিণ. আড়াই হাত দৈর্ঘ্যবিশিষ্ট।

আড়াই

আড়াই [ āḍāi ] বিণ. দুই এবং আধ, ২ ১/২। [প্রাকৃ. আড়্ঢাইয়]। আড়াইহাতি–বিণ. আড়াই হাত দৈর্ঘ্যবিশিষ্ট। তাল গাছের আড়াই হাত–কোনো কাজের শেষ এবং সবচেয়ে কঠিন অংশ। আড়াইয়া–বি. আড়াই গুনের নামতা; (বর্ত. বিরল) আড়াই সের ওজনের বাটখারা।