আসা
আসা১ [ āsā ] বি. লাঠি বা দণ্ড; রাজদণ্ড। [আ. আসা]। আসানড়ি–বি. লাঠি। আসাবরদার–বি. রাজদণ্ডধারী, দণ্ডধারী। আসাসোঁটা–বি. রাজদণ্ড। আসা২ [ āsā ] ক্রি. ১. আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে); ২. সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); ৩. জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); ৪. উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); ৫. আয় হওয়া (অনেক টাকা এসেছে); ৬. শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); ৭. ঘটা (বিপদ আসছে); ৮. উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); ৯. প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। বিণ. ১. আগত (ডাকে-আসা চিঠি); ২. গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। বি. আগমন...
আসল
আসল [ āsala ] বিণ. ১. খাঁটি (আসল হীরা); ২. সত্য, প্রকৃত, যথার্থ (আসল কথাটা বলো); ৩. অবিকৃত; ৪. মূল, original (আসল দলিলটা দেখতে চাই); ৫. খরচখরচা বাদে মোট, নিট। বি. ১. মূল জিনিস; ২. মূলধন (আসলের চেয়ে সুদ বেশি)। [আ. অস্ল্]। আসলি–বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)। আসলে–ক্রি-বিণ. প্রকৃতপক্ষে।