আসশেওড়া

আসশেওড়া [ āsa-śēōḍā ] বি. ছোট বন্য গাছবিশেষ যার ডাল দিয়ে দাঁত মাজা হয়। [সং. আস্যশাখোট]।

আসা

আসা১ [ āsā ] বি. লাঠি বা দণ্ড; রাজদণ্ড। [আ. আসা]। আসানড়ি–বি. লাঠি। আসাবরদার–বি. রাজদণ্ডধারী, দণ্ডধারী। আসাসোঁটা–বি. রাজদণ্ড। আসা২ [ āsā ] ক্রি. ১. আগমন করা, উপস্হিত হওয়া (বাড়ি আসবে); ২. সাধ্যে কুলানো, পটুতা থাকা (গানবাজনা আমার আসে না); ৩. জোগানো (মাথায় একটা বুদ্ধি এসেছে); ৪. উদয় হওয়া (মনে আসা, হাসি আসছে); ৫. আয় হওয়া (অনেক টাকা এসেছে); ৬. শুরু হওয়া (ফুরিয়ে আসছে, মাঘের শেষে বসন্ত আসে); ৭. ঘটা (বিপদ আসছে); ৮. উপযোগী হওয়া, কাজে লাগা (ঘড়িটা কাজে আসছে না); ৯. প্রবেশ করা, ঢোকা (জানলা দিয়ে আলো আসে)। বিণ. ১. আগত (ডাকে-আসা চিঠি); ২. গত, সমাপ্ত (নিবে-আসা আলো)। বি. আগমন...

আশঙ্কিত

আশঙ্কিত–বিণ. আশঙ্কা করা হয়েছে এমন; ভীত, ত্রস্ত (আশঙ্কিত হয়ো না, আমরা তো আছি)। বি. আশঙ্কা।

আশঙ্কা

আশঙ্কা [ āśańkā ] বি. ১. ভয়, শঙ্কা; ২. সংশয়। [সং. আ + শঙ্কা]। আশঙ্কিত–বিণ. আশঙ্কা করা হয়েছে এমন; ভীত, ত্রস্ত (আশঙ্কিত হয়ো না, আমরা তো আছি)।

আসলে

আসলে–ক্রি-বিণ. প্রকৃতপক্ষে।

আশঙ্কনীয়

আশঙ্কনীয় [ āśańkanīỷa ] বিণ. আশঙ্কার যোগ্য, ভয়প্রদ, যাতে ভয় হয়। [সং. আ + √ শঙ্ক্ + অনীয়]।

আশকারা

আশকারা [ āśa-kārā ] বি. ১. প্রশ্রয় (ছেলেকে বড্ড আশকারা দিয়েছে); ২. তদন্তের ফলে গোপন অপরাধ প্রকাশ (খুনের আশকারা)। [ফা. আশ্কারা]।

আসলি

আসলি–বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)।

আশক

আশক [ āśaka ] বিণ. বি. প্রেমিক, প্রণয়ী। [আ. আশিক্]।

আসল

আসল [ āsala ] বিণ. ১. খাঁটি (আসল হীরা); ২. সত্য, প্রকৃত, যথার্থ (আসল কথাটা বলো); ৩. অবিকৃত; ৪. মূল, original (আসল দলিলটা দেখতে চাই); ৫. খরচখরচা বাদে মোট, নিট। বি. ১. মূল জিনিস; ২. মূলধন (আসলের চেয়ে সুদ বেশি)। [আ. অস্ল্]। আসলি–বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)। আসলে–ক্রি-বিণ. প্রকৃতপক্ষে।