আতঙ্ক

আতঙ্ক [ ātańka ] বি. শঙ্কা, ভয়। [সং. আ.+ √ তন্ক্ (=দুর্দশা) + অ]। আতঙ্কবাদী–বি. বিণ. সন্ত্রাসবাদী। আতঙ্কিত–বিণ. ভীত, শঙ্কিত।

আণ্ডীর

আণ্ডীর [ āņḍīra ] বিণ. ডিম্ববহুল; অনেক অণ্ডযুক্ত। [সং. অণ্ড + অ + ঈর। তু. হি. অণ্ডৈল]।

আণব

আণব, আণবিক [ āņaba, āņabika ] বিণ. অণুসম্বন্ধীয়, molecular. [সং. অণু + অ, ইক]। আণবিক আকর্ষণ–অণুর আকর্ষণ, molecular attraction.

আঢ্য

আঢ্য [ āḍhya ] বিণ. ১. সমৃদ্ধ, ধনী; ২. যুক্ত, সম্পন্ন (ধনাঢ্য)। বি. পদবিবিশেষ। [সং আ + ধৈ + অ]।

আঢাকা

আঢাকা [ āḍhākā ] বিণ. ঢাকা বা আবৃত নয় এমন, খোলা। [বাং. আ + ঢাকা]।

আড্ডাবাজ

আড্ডাবাজ–বিণ. নিয়মিত আড্ডা দিয়ে বা গল্পগুজব করে সময় কাটাতে ভালোবাসে এমন; আড্ডা দিয়ে সময় নষ্ট করে এমন।

আড্ডাধারী

আড্ডাধারী–বি. আড্ডার প্রধান ব্যক্তি; যে ব্যক্তি নিয়মিত আড্ডা দেয়।

আড্ডা

আড্ডা [ āḍḍā ] বি. ১. বাসস্হান; ২. মিলনস্হল (চোরের আড্ডা); ৩. গল্পগুজব; ৪. গল্পগুজব করার জায়গা, বৈঠক (আমাদের চায়ের আড্ডায় এসো)। [দেশি]। আড্ডা গাড়া–ক্রি. বি. বাসা বাঁধা (এক সন্ন্যাসী এখানে আড্ডা গেড়েছেন)। আড্ডা দেয়া, আড্ডা মারা [ āḍḍā dēōỷā, āḍḍā mārā ] ক্রি. বি. দলবদ্ধ হয়ে রঙ্গতামাসা করা; আড্ডায় যোগদান করা; বৃথা গল্পগুজবে কালক্ষেপ করা; দল বেঁধে গল্পগুজব করা; গল্পগুজব করে সময় কাটানো। আড্ডাধারী–বি. আড্ডার প্রধান ব্যক্তি; যে ব্যক্তি নিয়মিত আড্ডা দেয়। আড্ডাবাজ–বিণ. নিয়মিত আড্ডা দিয়ে বা গল্পগুজব করে সময় কাটাতে ভালোবাসে এমন; আড্ডা দিয়ে সময় নষ্ট করে এমন।

আড়েহাতে

আড়েহাতে [ āḍē-hātē ] ক্রি-বিণ. ১. উঠে-পড়ে, সোত্সাহে (এ কাজে সে আড়েহাতে লেগেছে); ২. সজোরে (দিলাম আড়েহাতে এক ঘা)। [দেশি]।