আ আতপ আতপ [ ātapa ] বি. সূর্যকিরণ, রোদ। [সং. আ + √ তপ্ + অ]। আতপ চাল, আতপ তণ্ডুল [ ātapa-cāla, ātapa-taņḍula ] বি. আলোচাল। আতপ স্নান–বি. শরীরে রোদ লাগানো, sunbath.
আ আততি আততি [ ātati ] বি. ১. বিস্তার, বিস্তৃতি, প্রসার; (‘আততিবিহীন কবন্ধ দুঃস্বপ্ন’: বিষ্ণু) ২. আরোপ। [সং. আ + √ তন্ + তি]। বিণ. আতত।
আ আততায়ী আততায়ী [ ātatāỷī ] (য়িন্) বিণ. বি. হিংস্র আক্রমণকারী বা আঘাতকারী; বধ করতে উদ্যত; প্রাণনাশ করতে উদ্যত শত্রু। [সং. আতত + √ ই + ইন্]। বি. আততায়িতা।
আ আতত আতত [ ātata ] বিণ. ১. বিস্তৃত, প্রসারিত; ২. সজ্জিত। [সং. আ + √ তন্ + ত]। আততি–বি. বিস্তার, প্রসার (‘আততিবিহীন কবন্ধ দুঃস্বপ্ন’: বিষ্ণু)।