আথালপাথাল

আথালপাথাল, আতালিপাতালি, আথালিপাথালি [ āthāla.pāthāla, ātālipātāli, āthālipāthāli ] ক্রি-বিণ. ১. সর্বত্র, চারদিকে; ২. ব্যাকুল ও ব্যস্ত হয়ে; ৩. এদিক-ওদিক চাইতে চাইতে। [প্রকৃ. উথল্ল-পথল্ল]।

আতা

আতা [ ātā ] বি. বুটিদার খোসাযুক্ত ফলবিশেষ। [লা. ata]।

আতশ

আতশ, আতস [ ātaśa, ātasa ] বি. আগুন; উত্তাপ। [ফা. আতশ্, আতিশ্]। আতশবাজি–বি. তুবড়ি হাউই প্রভৃতি আগ্নেয় বাজি। আতশি, আতসি–বিণ. আগ্নেয়। আতশ কাচ, আতশি কাঁচ–বি. যে কাচে সূর্যরশ্মি কেন্দ্রীভূত হলে আগুন জ্বলে ওঠে।

আতশি

আতশি, আতসি–বিণ. আগ্নেয়।

আতশবাজি

আতশবাজি–বি. তুবড়ি হাউই প্রভৃতি আগ্নেয় বাজি।

আতর

আতর১ [ ātara ] বি. ১. সুগন্ধ ফুলের নির্যাস; ২. ফুল মৃগনাভি ইত্যাদির সুরভিত তেল। [আ. ইত্র্]। আতরদান–বি. আতর রাখার পাত্র। আতর২ [ ātara ] বি. (বিরল) খেয়ার ভাড়া, পারানির কড়ি (‘আতর সঞ্চিত নাই বঞ্চিত সাঁতারে’: কৃ. ম)। [সং. আ + √ তৃ + অ]।

আতপ্ত

আতপ্ত [ ātapta ] বিণ. ঈষত্ উষ্ণ। [বাং. আ + সং. তপ্ত]।