আ আথালপাথাল আথালপাথাল, আতালিপাতালি, আথালিপাথালি [ āthāla.pāthāla, ātālipātāli, āthālipāthāli ] ক্রি-বিণ. ১. সর্বত্র, চারদিকে; ২. ব্যাকুল ও ব্যস্ত হয়ে; ৩. এদিক-ওদিক চাইতে চাইতে। [প্রকৃ. উথল্ল-পথল্ল]।
আ আতশ আতশ, আতস [ ātaśa, ātasa ] বি. আগুন; উত্তাপ। [ফা. আতশ্, আতিশ্]। আতশবাজি–বি. তুবড়ি হাউই প্রভৃতি আগ্নেয় বাজি। আতশি, আতসি–বিণ. আগ্নেয়। আতশ কাচ, আতশি কাঁচ–বি. যে কাচে সূর্যরশ্মি কেন্দ্রীভূত হলে আগুন জ্বলে ওঠে।
আ আতর আতর১ [ ātara ] বি. ১. সুগন্ধ ফুলের নির্যাস; ২. ফুল মৃগনাভি ইত্যাদির সুরভিত তেল। [আ. ইত্র্]। আতরদান–বি. আতর রাখার পাত্র। আতর২ [ ātara ] বি. (বিরল) খেয়ার ভাড়া, পারানির কড়ি (‘আতর সঞ্চিত নাই বঞ্চিত সাঁতারে’: কৃ. ম)। [সং. আ + √ তৃ + অ]।