আতিপাতি

আতিপাতি [ āti-pāti ] ক্রি-বিণ. বিণ. তন্নতন্ন, পুঙ্খানুপুঙ্খ, পাতিপাতি। [দেশি]।

আতিথ্যগ্রহণ

আতিথ্যগ্রহণ, আতিথ্যস্বীকার–বি. অতিথি হওয়া (মাদ্রাজে আমরা তাঁর আতিথ্যগ্রহণ করেছিলাম)।

আতিথ্য

আতিথ্য [ ātithya ] বি. ১. অতিথির সেবা, অতিথির সত্কার; ২. অতিথিসেবার উপকরণ। [সং. অতিথি + য]। আতিথ্যগ্রহণ, আতিথ্যস্বীকার–বি. অতিথি হওয়া (মাদ্রাজে আমরা তাঁর আতিথ্যগ্রহণ করেছিলাম)।

আতিথেয়তা

আতিথেয়তা–বি. অতিথিপরায়ণতা, অতিথির সেবা। বি. আতিথেয়।

আতিথেয়

আতিথেয় [ ātithēỷa ] বিণ. অতিথিপরায়ণ, অতিথির সেবা করে এমন। [সং. অতিথি + এয়]। আতিথেয়তা–বি. অতিথিপরায়ণতা, অতিথির সেবা।

আতিক্ত

আতিক্ত [ ātikta ] বিণ. ঈষত্ তিক্ত, কিছুটা তেতো, তিতকুটে। [বাং. আ+ সং. তিক্ত]।

আতি

আতি [ āti ] অব্য. (প্রা. বাং.) এত। [তু. সং. অতি]।