আ আতিথ্য আতিথ্য [ ātithya ] বি. ১. অতিথির সেবা, অতিথির সত্কার; ২. অতিথিসেবার উপকরণ। [সং. অতিথি + য]। আতিথ্যগ্রহণ, আতিথ্যস্বীকার–বি. অতিথি হওয়া (মাদ্রাজে আমরা তাঁর আতিথ্যগ্রহণ করেছিলাম)।
আ আতিথেয় আতিথেয় [ ātithēỷa ] বিণ. অতিথিপরায়ণ, অতিথির সেবা করে এমন। [সং. অতিথি + এয়]। আতিথেয়তা–বি. অতিথিপরায়ণতা, অতিথির সেবা।