আত্ম
আত্ম১ [ ātma১. ] বিণ. নিজের, আপনার (আত্মকথা)। বি. আপনজন (কেবা আত্ম কেবা পর)। [সং. আত্মন]। আত্ম২ [ ātma ] (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। আত্মকর্ম (-র্মন্) বি. নিজের কাজ। আত্মকলহ–বি. গৃহবিবাদ। আত্মকৃত–বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। আত্মকেন্দ্রিক–বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। আত্মগত–বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। আত্মগর্ব–বি. অহংকার। আত্মগর্বী (-র্বিন্)–বিণ. অহংকারী। আত্মগোপন–বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। আত্মগৌরব–বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। আত্মগ্লানি–বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। আত্মঘাত–বি. স্বেচ্ছায় বা নিজের হাতে...