আত্ম

আত্ম১ [ ātma১. ] বিণ. নিজের, আপনার (আত্মকথা)।  বি. আপনজন (কেবা আত্ম কেবা পর)। [সং. আত্মন]।   আত্ম২ [ ātma ] (অন্য শব্দের পূর্বে বসলে) বিণ. নিজের, নিজস্ব। আত্মকর্ম (-র্মন্) বি. নিজের কাজ। আত্মকলহ–বি. গৃহবিবাদ। আত্মকৃত–বিণ. কেউ নিজেই করেছে এমন, স্বকৃত, নিজের করা। আত্মকেন্দ্রিক–বিণ. কেবল নিজেরাই লাভ বা মঙ্গল একমাত্র লক্ষ্য এমন, স্বার্থপর। আত্মগত–বিণ. আত্মনিষ্ঠ; স্বগত অর্থাত্ নিজের মনে নিবিষ্ট হয়ে আছে এমন। আত্মগর্ব–বি. অহংকার। আত্মগর্বী (-র্বিন্)–বিণ. অহংকারী। আত্মগোপন–বি. নিজেকে বা নিজের মনোভাব লুকিয়ে রাখা। আত্মগৌরব–বি. নিজের মর্যাদা বা গুরুত্ব; নিজেকে নিয়ে গর্ব। আত্মগ্লানি–বি. নিজের ভুলত্রুটি বা অপরাধের জন্য ক্ষোভ বা মনোবেদনা; নিজের প্রতি ধিক্কার। আত্মঘাত–বি. স্বেচ্ছায় বা নিজের হাতে...

আত্তি

আত্তি [ ātti ] বি. আত্মীয়তা বা মমতা দেখানো, মায়ামমতা (যত্ন-আত্তি করা)। [সং. আত্মন্]।

আত্ত

আত্ত [ ātta ] বিণ. গৃহীত, প্রাপ্ত; লব্ধ (আত্তশস্ত্র)। [সং. আ + √ দা + ত]।

আতেলা

আতেলা [ ātēlā ] বিণ. ১. তৈলহীন, তেল নেই এমন, রুক্ষ; ২. (রাঁধা ব্যঞ্জনাদি সম্পর্কে) তেল কম হয়েছে বা তেল দেওয়া হয়নি এমন। [বাং. আ + তেল+ আ]।

আতুরাশ্রম

আতুরাশ্রম–বি. রুগ্ণ ও আর্ত লোকেদের আশ্রয়স্হান।

আতুরা

আতুরা–বিণ. স্ত্রী. (শোকাতুর জননী)।

আতুর

আতুর [ ātura ] বিণ. ১. রুগণ্, রোগগ্রস্ত (অন্ধ-ধাতুর জন); ২. আর্ত, কাতর (শোকাতুর)। [সং. আ + √ তুর্ + অ]। বিণ. স্ত্রী. আতুরা (শোকাতুর জননী)। আতুরাশ্রম–বি. রুগ্ণ ও আর্ত লোকেদের আশ্রয়স্হান।

আতু

আতু [ ā-tu ] অব্য. কুকুরকে ডাকার শব্দ।

আতিশয্য

আতিশয্য [ āti-śayya ] বি. আধিক্য, অতিরিক্ততা (ভক্তির আতিশয্য, ভাবের আতিশয্য)। [সং. অতিশয় + য]।