আ আত্মজ্ঞ আত্মজ্ঞ–বিণ. ১. নিজের চরিত্র শক্তি বা মনোবৃত্তি সম্বন্ধে সচেতন; ২. আত্মার সম্বন্ধে জ্ঞানপ্রাপ্ত।
আ আত্মচিন্তা আত্মচিন্তা–বি. ১. নিজের ভালোমন্দ সম্বন্ধে চিন্তা; ২. আত্মানুসন্ধান, আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা।
আ আত্মঘাতী আত্মঘাতী (-তিন্)–বিণ. ১. আত্মহত্যাকারী; ২. আত্মহত্যার শামিল (আত্মঘাতী প্রয়াস)। বিণ. স্ত্রী. আত্মঘাতিনী।