আশমান

আশমান [ āśa-māna ] বি. আকাশ। [ফা.]। আশমান-জমিন ফারাক–আকাশ-পাতাল তফাত, বিরাট পার্থক্য। আশমানি–বিণ. ১. আকাশসম্বন্ধীয়; ২. আকাশের মতো হালকা নীল রঙের (আশমানি রং)। বি. আকাশি নীল রং।

আসাআসি

আসাআসি, আসাযাওয়া–বি. ১. যাতায়াত, আসা ও যাওয়া; ২. মেলামেশা (দুই পরিবারের মধ্যে তেমন আসা-যাওয়া নেই)।

আশপাশে

আশপাশে, আশেপাশে–ক্রি-বিণ. চার দিকে, এদিকে-ওদিকে (আশেপাশে কোথাও নিশ্চয় আছে জিনিসটা)। বি. আশপাশ।

আশপাশ

আশপাশ [ āśa-pāśa ] বি. কাছাকাছি জায়গা, নিকটবর্তী চারদিক (আশপাশ থেকে আওয়াজ আসছে)। [পাশ-এর সহচর শব্দ আশ]। আশপাশে, আশেপাশে–ক্রি-বিণ. চার দিকে, এদিকে-ওদিকে (আশেপাশে কোথাও নিশ্চয় আছে জিনিসটা)।

আশনাই

আশনাই [ āśa-nāi ] বি. ১. বন্ধুত্ব, বন্ধুভাব; ২. অবৈধ প্রেম। [ফা. আশনহ্]।