আসিদ্ধ

আসিদ্ধ [ āsiddha ] বিণ. ১. আধসিদ্ধ, অল্পসিদ্ধ; ২. সিদ্ধ নয় এমন। [বাং. আ + সিদ্ধ]।

আসিক্ত

আসিক্ত [ āsikta ] বিণ. ১. ঈষত্ সিক্ত; ২. সম্পূর্ণ সিক্ত বা ভেজা (আসিক্ত বস্ত্রাঞ্চল)। [বাং আ + সং. সিক্ত]।

আসার

আসার [ āsāra ] বি. ১. বৃষ্টিপাত; ২. প্রবল বৃষ্টিপাত (ধারাসার)। [সং. আ + √ সৃ + অ]।

আসামি

আসামি১ [ āsāmi ] বি. ১. অভিযুক্ত ব্যক্তি, (ফৌজদারিমামলায়) প্রতিবাদী; ২. (বিরল) প্রজা; ৩. (বিরল) দেনদার লোক। [আ. অস্মা]। আসামি২ [ āsāmi ] অসমিয়া [ asamiỷā ]-র রূপভেদ।

আশরফি

আশরফি [ āśa-raphi ] বি. স্বর্ণমুদ্রাবিশেষ, মোহর। [ফা. আশরফী]।

আসান

আসান [ āsāna ] বি. ১. লাঘব (মুশকিল আসান); ২. সুবিধা (এতে পয়সার আসান হবে কি?)। [আ. আহ্সান্]।

আশয়

আশয় [ āśaỷa ] বি. ১. মন, অন্তঃকরণ (নীচাশয়, মহাশয়); ২. আধার (জলাশয়); ৩. অভিপ্রায়, ইচ্ছা, অভিলাষ। [সং. আ + √ শী + অ]।

আসাদিত

আসাদিত–বিণ. লব্ধ, প্রাপ্ত; কাছে এসেছে এমন; সম্পাদিত।

আসাদন

আসাদন [ āsādana ] বি. ১. লাভ, প্রাপ্তি; ২. সমাগম; ৩. সম্পাদন। [সং. আ + √ সাদি + অন]। আসাদিত–বিণ. লব্ধ, প্রাপ্ত; কাছে এসেছে এমন; সম্পাদিত।

আশমানি

আশমানি–বিণ. ১. আকাশসম্বন্ধীয়; ২. আকাশের মতো হালকা নীল রঙের (আশমানি রং)। বি. আকাশি নীল রং।