আস্তর

আস্তর, আস্তরণ [ āstara, āstaraņa ] বি. ১. শয্যা; ২. শয্যার আচ্ছাদন বা চাদর; ৩. গালিচা, শতরঞ্চি প্রভৃতি আসন; ৪. হাতির পিঠে পাতবার জন্য চিত্রিত আচ্ছাদন। [সং. আ + √ স্তৃ + অ, অন]।

আস্ত

আস্ত [ āsta ] বিণ. ১. গোটা (আস্ত ডিম্, আস্ত কাঁঠাল); ২. অভগ্ন, সমুদয়, সমগ্র (আস্ত জেলাটা, আস্ত দেশ); ৩. পাকা, প্রকৃত (আস্ত চোর); ৪. বিলক্ষণ, ভীষণ, মারাত্মক (আস্ত বদমাশ, আস্ত কেউটে); ৫. পুরোপুরি (আস্ত পাগল)। [দেশি]।

আস্কন্দিত

আস্কন্দিত [ āskandita ] বি. ঘোড়ার প্লুত গতি অর্থাত্ লাফিয়ে চলা (‘আস্কন্দিতে নাচে বাজিরাজি’: মধু)। [সং. আ + √ স্কন্দ্ + ণিচ্ + ত]।

আসোয়ার

আসোয়ার, আসোবার [ āsōỷāra, āsōbāra ] বিণ. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ়। বি. হাতি বা ঘোড়ার পিঠে আরূঢ় ব্যক্তি। [ফা. সওয়ার]।

আসেচন

আসেচন [ āsēcana ] বি. ১. ভালোমতো সেচন বা সিক্তকরণ; ভালোভাবে সিঞ্চন করা; ২. ভালোমতো সেক দেওয়া। [সং. আ + সেচন]।

আসুর

আসুর, আসুরিক [ āsura, āsurika ] বিণ. ১. অসুরসম্বন্ধীয়; ২. অসুরতুল্য (আসুরিক শক্তি); ৩. গর্হিত, অপরাধজনক (আসুরিক বলপ্রয়োগ); ৪. অপবিত্র; ৫. ভয়ংকর। [সং. অসুর + অ, ইক]। আসুর বিবাহ–যে বিবাহে বর কন্যার অভিভাবককে মূল্য দিয়ে কন্যা গ্রহণ করে।

আসীন

আসীন [ āsīna ] বিণ. ১. উপবিষ্ট, বসে আছে এমন; ২. অধিষ্ঠিত, অবস্হিত। [সং. √ আস্ + ঈন (শানচ্)]।