অসংশয়িত

অসংশয়িত–বিণ. সংশয়হীন, অসন্দিগ্ধ, নিশ্চিত।

অসমীক্ষ্যকারিতা

অসমীক্ষ্যকারিতা–বি. অগ্রপশ্চাত্ বিবেচনা করে কাজ না করা, হঠকারিতা, অবিমৃশ্যকারিতা।

অসংশোধিত

অসংশোধিত–বিণ. সংশোধন করা হয়নি বা করা যায় নি এমন। বি. অসংশোধন।

অসমীক্ষ্যকারী

অসমীক্ষ্যকারী [ asamīkşya-kārī ] (-রিন্) বিণ. ফলাফল বিচার না করে কাজ করে এমন, অবিমৃশ্যকারী, হঠকারী। [সং. ন + সমীক্ষ্যকারিন্]। অসমীক্ষ্যকারিতা–বি. অগ্রপশ্চাত্ বিবেচনা করে কাজ না করা, হঠকারিতা, অবিমৃশ্যকারিতা।

অসংশোধনীয়

অসংশোধনীয়–বিণ. সংশোধন বা সংস্কার করার অযোগ্য, সংশোধন করা যায় না এমন। বি. অসংশোধন।

অসংশোধন

অসংশোধন [ asaṃśōdhana ] বি. অসংস্কার, সংস্কার বা শোধনের অভাব; সংশোধন না করা। [সং. ন + সংশোধন]। অসংশোধনীয়–বিণ. সংশোধন বা সংস্কার করার অযোগ্য, সংশোধন করা যায় না এমন। অসংশোধিত–বিণ. সংশোধন করা হয়নি বা করা যায় নি এমন।

অসংশয়ে

অসংশয়ে–ক্রি-বিণ. নিঃসন্দেহে, নিশ্চয়।

অসমীক্ষিত

অসমীক্ষিত–বিণ. সমীক্ষা করা বা সম্পূর্ণভাবে বিচারবিবেচনা করা হয়নি এমন; অপরীক্ষিত; বিশ্লেষণ করা হয়নি এমন।

অসংশয়

অসংশয় [ asaṃśaỷa ] বিণ. সংশয়হীন, নিঃসন্দেহ, নিশ্চিত। বি. সংশয়ের বা সন্দেহের অভাব। [সং. ন + সংশয়]। অসংশয়ে–ত্রি-বিণ. নিঃসন্দেহে, নিশ্চয়। অসংশয়িত–বিণ. সংশয়হীন, অসন্দিগ্ধ, নিশ্চিত।