অ অসংস্কৃত অসংস্কৃত [ asaṃskŗta ] বিণ. ১. অশোধিত, অমার্জিত, অপরিমার্জিত; ২. অবিন্যস্ত (অসংস্কৃত কেশপাশ); ৩. চূড়াকরণ কর্ণবেধ ইত্যাদি শাস্ত্রীয় সংস্কার হয়নি এমন; ৪.সংস্কৃত ভাষা থেকে ভিন্ন। [সং. ন + সংস্কৃত]। অসংস্কৃত বাক্য–বি. সংস্কৃত ছাড়া অন্য ভাষায় উক্ত বাক্য; অমার্জিত কথা।
অ অসম্পর্কিত অসম্পর্কিত [ asamparkita ] বিণ. সম্পর্কহীন, সম্পর্ক নেই এমন; আত্মীয়তা নেই এমন, unrelated; অসংলগ্ন।
অ অসম্পর্ক অসম্পর্ক [ asamparka ] বি. সম্পর্কের বা সম্বন্ধের অভাব। (বিরল) বিণ. সম্পর্কহীন, সম্বন্ধহীন। [সং. ন + সম্পর্ক]।
অ অসমীচীন অসমীচীন [ asamīcīna ] বিণ. অনুচিত, অসংগত (অসমীচীন কাজ, অসমীচীন আচরণ); অন্যায়; অনুপযুক্ত। [সং. ন + সমীচীন]। অসমীচীনতা–বি. অযথার্থতা, অনৌচিত্য।