অসত্সঙ্গ

অসত্সঙ্গ–বি. কুসঙ্গ, মন্দ লোকের সঙ্গে মেলামেশা (‘সত্সঙ্গে স্বর্গবাস, অসত্সঙ্গে  সর্বনাশ’)।

অসজ্জন

অসজ্জন [ asajjana ] বি. সজ্জন বা সাধু (ব্যক্তি) নয় এমন; দুর্বৃত্ত। [সং. ন + সজ্জন]।

অসম্ভাবিত

অসম্ভাবিত–বিণ. ঘটবে বলে ভাবা যায়নি এমন, অপ্রত্যাশিত, unexpected. 

অসত্

অসত্ [ asat ] বিণ. ১. অসাধু, মন্দ, খারাপ; ২. অস্তিত্বহীন, অবিদ্যমান। [সং. ন + সত্]। অসত্সঙ্গ–বি. কুসঙ্গ, মন্দ লোকের সঙ্গে মেলামেশা (‘সত্সঙ্গে স্বর্গবাস, অসত্সঙ্গে  সর্বনাশ’)। অসত্তা–বি. সত্তার অভাব, সত্তাহীনতা, অস্তিত্বহীনতা।

অসম্ভাবনীয়

অসম্ভাবনীয়, অসম্ভাব্য–বিণ. ঘটবার সম্ভাবনা নেই এমন।

অসচ্ছলতা

অসচ্ছলতা–বি. আর্থিক অনটন, আর্থিক টানাটানি। বিণ. অসচ্ছল।

অসচ্ছল

অসচ্ছল [ asacchala ] বিণ. আর্থিক টানাটানি আছে এমন, আর্থিক কষ্ট আছে এমন; দরিদ্র। [বাং. অ + সচ্ছল]। অসচ্ছলতা–বি. আর্থিক অনটন, আর্থিক টানাটানি।