অসদ্‌গ্রাহী

অসদ্‌গ্রাহী [ asad-grāhī ] (হিন্) বিণ. ১. অগ্রহণীয় জিনিস গ্রহন করে এমন, যে দান গ্রহণ করা উচিত নয় তা গ্রহণ করে এমন; ২. ঘুসখোর। [সং. অসত্ + গ্রাহিন্]। অসদ্‌গ্রহ–বি. খারাপ জিনিসের প্রতি আসক্তি বা আগ্রহ।

অসরল

অসরল [ asarala ] বিণ. ১. সরল বা সোজা নয় এমন, বাঁকা; ২. সহজ নয় এমন, কঠিন; ৩. কুটিল; কপট। [সং. ন + সরল]।

অসদ্‌গ্রহ

অসদ্‌গ্রহ–বি. খারাপ জিনিসের প্রতি আসক্তি বা আগ্রহ।

অসম্মানজনক

অসম্মানজনক–বিণ. অমর্যাদাকর, মানহানিকর, সম্মানহানি হয় এমন। বি. অসম্মান।

অসত্যবাদী

অসত্যবাদী (-দিন্)–বিণ. মিথ্যা বলে এমন, মিথ্যা কথা বলে এমন, মিথ্যাবাদী।

অসম্মানিত

অসম্মানিত–বিণ. অপমান করা হয়েছে এমন, অপমানিত। বি. অসম্মান।

অসত্য

অসত্য [ asatya ] বিণ. সত্য নয় এমন, মিথ্যা; অলীক; যথার্থ নয় এমন (অসত্য উক্তি)। বি. অসত্য কথা, মিথ্যা কথা, untruth. [সং. ন + সত্য]। অসত্যবাদী (-দিন্)–বিণ. মিথ্যা বলে এমন, মিথ্যা কথা বলে এমন, মিথ্যাবাদী।

অসম্মান

অসম্মান [ asammāna ] বি. অমর্যাদা, সম্ভ্রম বা সম্মানের অভাব; অপমান; অনাদর। [সং. ন + সম্মান]। অসম্মানিত–বিণ. অপমান করা হয়েছে এমন, অপমানিত। অসম্মানজনক–বিণ. অমর্যাদাকর, মানহানিকর, সম্মানহানি হয় এমন। অসম্মাননা–বি. অসম্মান।