অংশনীয়

অংশনীয়–বিণ. বিভাজনীয়, ভাগ করতে হবে এমন; ভাগের উপযুক্ত, বিভাজ্য।

অংশগ্রাহী

অংশগ্রাহী–বি. বিণ অংশগ্রহণকারী, শরিক, অংশ নেয় এমন।

অংশগত

অংশগত–বিণ. অংশের অন্তর্গত, উত্তরাধিকারসূত্রে প্রাপ্য বিষয়ের অন্তর্গত। সমার্থক শব্দঃ অন্তর্ভুক্ত অন্তর্গত অন্তর্ভূত

অংশক

অংশক–বি.  ১. জ্ঞাতি; ২. দিন; ৩. (গণি.) লগারিদ্মের ঘাতাঙ্কগণনের ভগ্নাংশ, mantissa of a logarithm (বি. প.)।

অংশ

অংশ১–অংস-র বানানভেদ। অংশ২–বি. ১. ভাগ, খণ্ড, টুকরো; ২. সম্পত্তি কারবার প্রভৃতির কিছু পরিমাণ মালিকানা স্বত্ব; ৩. অঞ্চল, স্হান (ভারতের কোনো কোনো অংশ); ৪. অঙ্গপ্রত্যঙ্গ; ৫. পৃথিবীর পরিধির ৩৬ ভাগের ১ ভাগ বা ১ ডিগ্রি, degree (বি.প.); ৬. রাশিচক্রের ত্রিংশ বা দ্বাদশ ভাগের এক ভাগ; ৭. বিষয় (সে কোনো অংশে হীন নয়); ৮. দেবতার ঔরস (বিষ্ণুর অংশে জন্ম); ৯. ঈশ্বরের অবতার। [সং. √অন্শ্+অ]। সমার্থক শব্দঃ ভাগ খণ্ড টুকরো কিছুটা খানিক খানিকটা কিছু অল্প একটু অংশবিশেষ একটুখানি কণা ফালি চিলতে অঙ্গ পরিচ্ছেদ অধ্যায় বিভাগ ভাগ কাণ্ড পর্ব ——————— অংশ [ aṃśa ] n a portion or part; a share; a region or locality (দেশের উত্তর অংশ = the...

অঋণী

অঋণী–(-ণিন্) বিণ. ঋণী নয় এমন, ঋণমুক্ত, দেনাশূন্য, কারও কাছে কিছু ধারে না এমন। [সং. ন+ঋণী = অনৃণী > অঋণী]।

অইসন

অইসন–অইছন-এর বানানভেদ।

অই

অই–ঐ২-এর বানানভেদ।