অকথন

অকথন ১. বি. কুকথা।  ২. বিণ. অকথ্য, অবক্তব্য, প্রকাশ করা যায় না এমন। [সং. ন+কথন]।

অংশীদার

অংশীদার–বি. সম্পত্তি কারবার প্রভৃতির আংশিক মালিক বা মালিকানা স্বত্ববিশিষ্ট ব্যক্তি, ভাগীদার, partner (বি. প.)। [সং. অংশী + ফা. -দার (অস্ত্যর্থে)]।

অকঠোর

অকঠোর–বিণ. কঠোরতা নেই এমন, অকঠিন; কোমল। [সং. ন+কঠোর]।

অকঠিন

অকঠিন–বিণ. কঠিন্য নেই এমন; কোমল, মৃদু। [সং. ন+কঠিন]।

অংশী

অংশী ১. বিণ. অংশবিশিষ্ট (বৈষ্ণবমতে জীব অংশ আর ভগবান অংশী), ভাগী, অংশ আছে এমন, ভাগের অধিকারবিশিষ্ট (সমান অংশী)। ২. বি. ভাগীদার, partner, shareholder (বি.প.)। [সং. অংশ+ইন্]।

অকটবিকট

অকটবিকট–বি. ভয়ে বিকৃত আকার বা অঙ্গভঙ্গি (ত্রাসে অকটবিকট করছে)। [< সং. আকৃতি-বিকৃতি]।

অংশিত

অংশিত–বিণ. বিভিন্ন অংশে বিভক্ত, বিভক্ত বিভাজিত।

অকঞ্চুক

অকঞ্চুক–বিণ. কঞ্চুক অর্থাত্ খোলস বা খোসা নেই এমন, খোসাবিহীন (ফলাদি সম্পর্কে); খোলসহীন (সরীসৃপাদি সম্পর্কে), achlamydeous (বি.প.)। [সং. ন+কঞ্চুক]।

অংশাবতার

অংশাবতার–বি. দেবতাকর্তৃক আংশিকভাবে জীবদেহ ধারণ; দেবতার অংশরূপে জন্মগ্রহণ (অবতার দ্র)।