অকথ্যকথন

অকথ্যকথন–বলা উচিত নয় এমন বাক্যের ব্যবহার।

অংশুক

অংশুক–বি. বস্ত্র, সূক্ষ্ম বস্ত্র; রেশম পাট ইত্যাদিতে প্রস্তুত বস্ত্র (চীনাংশুক)।

অকথনীয়

অকথনীয়–বিণ. বলা যায় না বা বলা উচিত নয় এমন; অনির্বচনীয়; গোপন; অশ্লীল। [সং. ন+কথনীয়, কথ্য]।

অংশু

অংশু–বি. ১. কিরণ, রশ্মি, প্রভা; ২. আঁশ, তন্তু, সুতোর সূক্ষ্ম অংশ। [সং. অন্শ্+উ]।

অকথন

অকথন ১. বি. কুকথা।  ২. বিণ. অকথ্য, অবক্তব্য, প্রকাশ করা যায় না এমন। [সং. ন+কথন]।

অংশীদারি

অংশীদারি–বি. অংশীদারের ভাব কাজ বা অবস্হা, partnership. অংশীদারি চুক্তি–যুক্ত মালিকানার শর্তাদি বা দলিল, partnership agreement.