অকম্প

অকম্প–বিণ. ১. কম্পনহীন, স্হির, নিশ্চল (অকম্প প্রদীপশিখা); ২. অবিচলিত (অকম্পিত হৃদয়ে)। [সং, ন+কম্প, ন+কম্পিত, ন+কম্প্র]।

অংশুল

অংশুল–বিণ. কিরণময়, কিরণবিশিষ্ট।

অকপটে

অকপটে–ক্রি-বিণ. সরলভাবে, ছলনা না করে (অকপটে মনের কথা বলল)।

অংশুমান

অংশুমান (-মত্) ১. সূর্য;  ২. সূর্যবংশীয় সগর রাজার পৌত্র।

অকথিত

অকথিত–বিণ. অনুক্ত, না-বলা, অনুচ্চারিত (অকথিত কাহিনী)। [স. ন+কথিত]।

অংশুমতী

অংশুমতী–বিণ. (স্ত্রী) কিরণময়ী, জ্যোতির্ময়ী।

অকথা

অকথা–বি. অনুচিত কথা, অশ্লীল কথা। [সং ন. (অপ্রশস্ত/অসুন্দর অর্থে)+কথা]।