অকর্তব্য

অকর্তব্য–বিণ. করা উচিত নয় এমন, অকরণীয়। [সং. ন+কর্তব্য]।

অকর্ণ

অকর্ণ বিণ.  ১. কর্ণহীন, কান নেই এমন;  ২. শ্রবণহীন, বধির।  বি. ১. বধির ব্যক্তি, কালা; ২. সাপ। [সং. ন+কর্ণ]।

অকুতোভয়ে

অকুতোভয়ে–ক্রি-বিণ. নির্ভয়ে, সাহসিকতার সঙ্গে।

অকুতোভয়

অকুতোভয়–বিণ. কিছুতেই ভয় নেই এমন, সম্পূর্ণ নির্ভীক; পুরোপুরি শঙ্কাহীন। [সং. ন+কুতঃ+ভয়]।

অকরুণ

অকরুণ–বিণ. দয়াহীন, নির্দয়, নিষ্ঠুর, করুণা নেই এমন (অকরুণ ভাগ্য)। [সং. ন+করুণা]।

অকরোটি

অকরোটি–বি. আংশিক বা সম্পূর্ণ করোটিহীন, মেরুদণ্ডী প্রাণীর নিম্নস্তরভুক্ত জন্তু, acrania (বি.প.)। [সং. ন (অভাবার্থে)+করোটি]।

অকরণী

অকরণী–বি. (গণি.) যে রাশি করণী নয় অর্থাত্ যার মূল বার করলে কোনো ভাগশেষ থাকে না, rational quantity (যেমন 25=5)। [সং. ন+করণ+ঈ (স্ত্রী)]।