অসহ
অসহ [ asaha ] বিণ. ১. সহ্য করতে পারে না এমন, অসহিষ্ণু; ক্ষমাহীন; ২. সহ্য করা যায় না এমন, অসহ্য (‘এ কুসুম-মালা হয়েছে অসহ’: রবীন্দ্র)। [সং. ন + √ সহ্ + অ]। অসহন–বি. অসহিষ্ণুতা, সহ্য না করা। বিণ. ১. অসহিষ্ণু, ক্ষমাহীন; ২. অসহ্য। অসহনীয়–বিণ. সহ্য করা যায় না এমন, দুঃসহ, অসহ্য (অসহনীয় দুঃখ)। অসহমান–বিণ. সহ্য করে না এমন; ক্ষমা করে না এমন।
অসদ্বুদ্ধি
অসদ্বুদ্ধি, অসদ্বুদ্ধি [ asad-buddhi, asadbuddhi ] বি. কুবুদ্ধি, সদ্বুদ্ধির অভাব, মন্দ কাজ করার মতলব বা বুদ্ধি। বিণ. (বিরল) কুবুদ্ধিপূর্ণ। [সং. অসত্ + বুদ্ধি]
অসদ্বৃত্তি
অসদ্বৃত্তি [ asad-bŗtti ] বি. মন্দ প্রবৃত্তি, খারাপ ব্যবহার বা আচরণ; জীবিকা অর্জনের অসত্ পথ বা উপায়। [সং. অসত্ + বৃত্তি]।