অসাফল্য

অসাফল্য [ asāphalya ] বি. সাফল্যের অভাব; ব্যর্থতা। [সং. ন + সাফল্য]।

অসাধ্য

অসাধ্য [ asādhya ] বিণ. ১. সম্পন্ন করা বা সাধন করা যায় না এমন (এ কাজ আমার অসাধ্য); সাধনার অতীত; ২. প্রতিকার করা যায় না এমন (অসাধ্য রোগ)। [সং. ন + সাধ্য]। অসাধ্যসাধন–বি. অসম্ভবকে সম্ভব করা। শিবের অসাধ্য–একেবারেই অসম্ভব কাজ, এমন কাজ বা স্বয়ং শিবও সম্পন্ন করতে পারেন না।

অস্তমান

অস্তমান–(অশু.) বিণ. অস্তে যাচ্ছে এমন।

অসাধুতা

অসাধুতা–বি. অসত্ বা মন্দ কাজ বা আচরণ; প্রতারণা; ঠকানো। বিণ. অসাধু।

অসাধু

অসাধু [ asādhu ] বিণ. ১. অসত্; মন্দ; প্রতারণা করে এমন (অসাধু ব্যবসায়ী); ২. ব্যাকরণদুষ্ট, অসিদ্ধ (অসাধু শব্দ)। [সং. ন + সাধু]। অসাধুতা–বি. অসত্ বা মন্দ কাজ বা আচরণ; প্রতারণা; ঠকানো।