অসাময়িক

অসাময়িক [ asāmaỷika ] বিণ. সময়ের উপযোগী নয় এমন, কালের সঙ্গে মানানসই নয় এমন। [সং. অসময় + ইক]। বিণ. (স্ত্রী.) অসাময়িকী।

অস্তর

অস্তর, আস্তর [ astara২., āstara ] বি. ১. পলস্তারা, চুন-সুরকি-বালি প্রভৃতির মিশ্রিত প্রলেপ বা ‘মশলা’, plastering; ২. জামা, কোট প্রভৃতির লাইনিং বা ভিতরের দিকের কাপড়। [ফা. অস্তর্]।

অসামঞ্জস্য

অসামঞ্জস্য [ asāmañjasya ] বি. সামঞ্জস্য বা সংগতির অভাব, অসংগতি; অমিল। [সং. ন + সামঞ্জস্য]।

অসাবধানতা

অসাবধানতা–বি. অসতর্কতা; অমনোযোগ। বিণ. অসাবধান।

অস্ত

অস্ত [ asta ] বি. ১. কাল্পনিক পর্বতবিশেষ, অস্তাচল; ২. (সূর্য-চন্দ্রাদির) পশ্চিমদিকে অদৃশ্য হওয়া; ৩. শেষ, অবসান। [সং. √ অস্ + ত]। অস্তগত–বিণ. (সূর্য-চন্দ্রাদি সম্পর্কে) অস্তে গেছে বা অদৃশ্য হয়েছে এমন; হৃতগৌরব। অস্তগমন–বি. অস্তে যাওয়া। অস্তগামী (-মিন্)–বিণ. অস্তে যাচ্ছে এমন। অস্তগিরি, অস্তাচল–বি. পুরাণে কল্পিত পর্বতবিশেষ। অস্তঅস্তাচলগামী (-মিন্)–বিণ. অস্তে যাচ্ছে এমন। অস্তমন–বি. অস্ত যাওয়া। অস্তমান–(অশু.) বিণ. অস্তে যাচ্ছে এমন। অস্তমিত–বিণ. অস্তে গেছে এমন। অস্তায়মান–বিণ. অস্তে যাচ্ছে এমন।

অসাফল্য

অসাফল্য [ asāphalya ] বি. সাফল্যের অভাব; ব্যর্থতা। [সং. ন + সাফল্য]।