অস্ত্রপাণি

অস্ত্রপাণি–বিণ. হাতে অস্ত্র আছে এমন, অস্ত্রধারী।

অস্ত্রনিবারণ

অস্ত্রনিবারণ–বি. অস্ত্রের আঘাত রোধ (অর্জুন বাণ ছুড়ে কর্ণের অস্ত্রনিবারণ করলেন)।

অস্ত্রধারী

অস্ত্রধারী (-রিন্)–বিণ. সশস্ত্র (অস্ত্রধারী পুলিশ)।

অসার্থক

অসার্থক [ asārthaka ] বিণ. সার্থক বা সফল নয় এমন, ব্যর্থ। [সং. ন + সার্থক]।