অসৃক

অসৃক, অসৃক্ [ asŗka, asŗk ] (-সৃজ্) বি. রক্ত। [সং. অসৃজ্]। অসৃগ্ধারা, অসৃগ্ধারা–বি. রক্তের স্রোত।

অসূর্যস্পশ্য

অসূর্যস্পশ্য [ asūryaspaśya ] বিণ. সূর্যকে দেখে না এমন। [সং. ন + সূর্য + √ দৃশ্ + আ]। অসূর্যস্পশ্যা–বিণ. (স্ত্রী.) সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন; অন্তঃপুরবাসিনী; পর্দানশিন (নারী)।

অস্হিরচিত্ত

অস্হিরচিত্ত–বিণ. মতি বা মনের স্হিরতা নেই এমন। বি. অস্হিরচিত্ততা।

অস্হিতিস্হাপক

অস্হিতিস্হাপক [ ashiti-shāpaka ] বিণ. স্হিতিস্হাপক নয় এমন; টেনে ধরলে বা বেঁকিয়ে দিলে আর আগের অবস্হায় ফিরে আসে না এমন, inelastic (বি. প.)। [সং. ন + স্হিতিস্হাপক]। বি. অস্হিতিস্হাপকতা।

অসূয়াপর

অসূয়াপর, অসূয়াপরতন্ত্র, অসূয়াপরবশ–বিণ. অসূয়াযুক্ত, ঈর্ষান্বিত। বি. অসূয়া।