অস্হির
অস্হির [ ashira ] বিণ. ১. স্হির নয় এমন, স্হির থাকে না এমন; চঞ্চল; ২. আকুল, উদ্গ্রীব; ৩. অনির্ধারিত, স্হিরীকৃত হয়নি এমন; অনিশ্চিত; ৪. নশ্বর। [সং. ন + স্হির]। বি. অস্হিরতা, অস্হিরত্ব, অস্হৈর্য। অস্হিরচিত্ত–বিণ. মতি বা মনের স্হিরতা নেই এমন। বি. অস্হিরচিত্ততা। অস্হিরপঞ্চানন–বি. স্বভাবে অস্হির ও ছটফটে লোক। অস্হিরবুদ্ধি–বিণ. বুদ্ধি বা মতের স্হির নেই এমন। বি. উক্ত অর্থে। অস্হিরসংকল্প–বিণ. সংকল্প বা কর্তব্য স্হির করেনি এমন; অব্যবস্হিতচিত্ত।
অসূর্যস্পশ্যা
অসূর্যস্পশ্যা–বিণ. (স্ত্রী.) সূর্যের মুখ পর্যন্ত দেখে না এমন; অন্তঃপুরবাসিনী; পর্দানশিন (নারী)। বি. অসূর্যস্পশ্য।