অস্বচ্ছতা

অস্বচ্ছতা–বি. ঘোলা ভাব, অনচ্ছতা, অপরিষ্কার ভাব। বিণ. অস্বচ্ছ।

অস্বচ্ছ

অস্বচ্ছ [ asbaccha ] বিণ. স্বচ্ছ বা পরিষ্কার নয় এমন; ঘোলা, অনচ্ছ; ভিতর দিয়ে দেখা যায় না এমন, opaque. [সং. ন + স্বচ্ছ]। অস্বচ্ছতা–বি. ঘোলা ভাব, অনচ্ছতা, অপরিষ্কার ভাব।

অস্ফুট

অস্ফুট [ asphuţa ] বিণ. ১. ফোটেনি এমন, বিকশিত হয়নি এমন (অস্ফুট কলি); ২. অপরিস্ফুট; আধো-আধো (শিশুর অস্ফুট ভাষা); ৩. অস্পষ্ট (‘কোলাহলের অস্ফুট ধ্বনি’: রবীন্দ্র)। [সং. ন + √ স্ফুট + অ]। অস্ফুটবাক, অস্ফুটবাক্–বিণ. অস্পষ্ট বা আধো-আধো কথা বলে এমন। অস্ফুটে–ক্রি-বিণ. অস্পষ্টভাবে (‘অস্ফুটে বারংবার কহিতে লাগিল’: শরত্)।

অস্পৃহ

অস্পৃহ [ aspŗha ] বিণ. স্পৃহা নেই এমন; কামনা লোভ বা ইচ্ছা নেই এমন। [সং. ন + স্পৃহা]।

অস্পৃষ্ট

অস্পৃষ্ট [ aspŗşţa ] বিণ. ছোঁয়া হয়নি এমন (অস্পৃষ্ট অন্ন)। [সং. ন + স্পৃষ্ট]।

অস্পষ্টালোক

অস্পষ্টালোক [ aspaşţālōka ] বি. যে আলোয় ভালো দেখা যায় না। [সং. অস্পষ্ট + আলোক]।

অস্ফুটবাক

অস্ফুটবাক, অস্ফুটবাক্–বিণ. অস্পষ্ট বা আধো-আধো কথা বলে এমন।

অস্ফুটে

অস্ফুটে–ক্রি-বিণ. অস্পষ্টভাবে (‘অস্ফুটে বারংবার কহিতে লাগিল’: শরত্)।

অস্পষ্ট

অস্পষ্ট [ aspaşţa ] বিণ. স্পষ্ট নয় এমন; অপরিস্ফুট, আবছা, ঝাপসা (অস্পষ্ট ছবি); পুরোপুরি বা সহজে বোঝা যায় না এমন (অস্পষ্ট কথা)। [সং. ন + স্পষ্ট]। বি. অস্পষ্টতা।