অস্বীকৃত

অস্বীকৃত–বিণ. অস্বীকার করা হয়েছে এমন; স্বীকার করেনি বা প্রত্যাখ্যান করেছে এমন। বি. অস্বীকৃতি।

অস্বীকার

অস্বীকার [ asbīkāra ] বি. ১. না মানা (দোষ অস্বীকার); ২. অপলাপ, denial (ঋণ অস্বীকার); ৩. অসম্মতি বা অমত প্রকাশ (সেখানে যেতে অস্বীকার করল); ৪. প্রত্যাখ্যান (এতকালের বন্ধুত্ব সে অস্বীকার করল)। [সং. ন + স্বীকার]। অস্বীকৃত–বিণ. অস্বীকার করা হয়েছে এমন; স্বীকার করেনি বা প্রত্যাখ্যান করেছে এমন। বি. অস্বীকৃতি। অস্বীকার্য–বিণ. স্বীকারের অযোগ্য।

অস্বীকার

অস্বীকার [ asbīkāra ] বি. ১. না মানা (দোষ অস্বীকার); ২. অপলাপ, denial (ঋণ অস্বীকার); ৩. অসম্মতি বা অমত প্রকাশ (সেখানে যেতে অস্বীকার করল); ৪. প্রত্যাখ্যান (এতকালের বন্ধুত্ব সে অস্বীকার করল)। [সং. ন + স্বীকার]। অস্বীকৃত–বিণ. অস্বীকার করা হয়েছে এমন; স্বীকার করেনি বা প্রত্যাখ্যান করেছে এমন। বি. অস্বীকৃতি। অস্বীকার্য–বিণ. স্বীকারের অযোগ্য।

অস্বাস্হ্য

অস্বাস্হ্য [ asbāshya ] বি. স্বাস্হ্যহীনতা; অসুস্হতা; রোগ, পীড়া। [সং. ন + স্বাস্হ্য]। অস্বাস্হ্যকর–বিণ. স্বাস্হ্যের পক্ষে ক্ষতিকর।

অস্বামিক

অস্বামিক [ asbāmika ] বিণ. প্রভু বা মালিক নেই এমন, মালিকহীন; বেওয়ারিশ। [সং. ন + স্বামিন্ + ক]।

অস্বাতন্ত্র্য

অস্বাতন্ত্র্য [ asbātantrya ] বি. স্বাতন্ত্র্য বা স্বাধীনতার অভাব; পার্থক্যের বা বিশিষ্টতার অভাব; অন্যের উপর নির্ভরতা। [সং. ন + স্বাতন্ত্র্য ]।