কোল
কোল১ [ kōla ] বি. ভারতের আদিম জাতিবিশেষ।
[দেশি]।
কোল২ [ kōla ] বি.
১. ক্রোড় (শিশুকে কোলে নেওয়া);
২. আলিঙ্গন (কোল দাও) ;
৩. পেট বা মধ্যভাগ (মাছের কোল, কোলের মাছ);
৪. কিনারা (নদীর কোল);
৫. সন্নিহিত স্হান, সান্নিধ্য (বনের কোল, গাছের, কোল);
৬. বক্ষ, মধ্যদেশ (সমুদ্রকোল)।
[সং. ক্রোড়]।
কোল আঁচল–বি. শাড়ি পরবার পর যে আঁচল কোল বা কোমরের কাছে থাকে।
কোল আলো করা–ছেলে বি. মায়ের কোলের আলোস্বরূপ সুন্দর ফুটফুটে ছেলে।
কোলকুঁজো–বিণ. কোল বা কোমরের দিকে একটু হেলানো বা কুঁজো।
কোলজমা–বি. (ভূসম্পত্তির) জমার অধীন জমা; কোর্ফা প্রজার অস্হায়ী স্বত্ব।
কোলপোঁছা, কোলমোছা–বিণ. (সন্তান সম্বন্ধে) সবশেষে যার জন্ম হয়েছে, কনিষ্ঠ (কোলপোঁছা ছেলে)।
কোলজুড়ানো–বিণ. মায়ের কোলে বসে মায়ের অন্তরে আনন্দদান করে এমন।
কোলবালিশ–বালিশ দ্র।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...