ক্রান্তি

ক্রান্তি [ krānti ] বি.
১. সংক্রমণ;
২. অগ্রগতি;
৩. আমূল পরিবর্তন, বিপ্লব;
৪. অয়নবৃত্ত; অয়নমণ্ডল (কর্কটক্রান্তি, মকরক্রান্তি);
৫. এক কড়ার তিন ভাগের এক ভাগ (কড়াক্রান্তি, ক্রান্তিকিয়া)।

[সং. √ ক্রম্ + তি]।

ক্রান্তিপাত–বি. বিষুববৃত্ত ও ক্রান্তিবৃত্ত যে বিন্দুতে পরস্পরকে ছেদ করে, eq uinoctial point.

ক্রান্তিবলয়–বি. বিষুবরেখার প্রায় চল্লিশ ডিগ্রি উত্তর ও দক্ষিণে কল্পিত বলয়াকৃতি রেখা।

ক্রান্তিবৃত্ত, ক্রান্তিমণ্ডল–বি. অয়নবৃত্ত; সূর্যের আপাত গতিপথ, ecliptic.

কড়াক্রান্তির হিসাব–বি. অতি সূক্ষ্ম হিসাব।

ক্রান্তীয়–বিণ. সংক্রমণ বা গতি সম্বন্ধীয়।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...