ক্রিয়া
ক্রিয়া [ kriẏā ] বি.
১. কাজ (ওষুধের ক্রিয়া, দক্ষিণ হস্তের ক্রিয়া);
২. শাস্ত্রীয় অনুষ্ঠান বা সংস্কার (অন্যেষ্টিক্রিয়া);
৩. অভ্যাস;
৪. কৃত্য (নিত্যক্রিয়া);
৫. আচার আচারব্যবহার;
৬. পূজা;
৭. (ব্যাক.) ধাতুর অর্থপ্রকাশকারী পদ, verb.
[সং. √ কৃ + অ + আ]।
ক্রিয়াকর্ম–বি. সামাজিক বা ধর্মীয় কাজ, পূজাপার্বণাদির অনুষ্ঠান।
ক্রিয়াকলাপ, ক্রিয়াকাণ্ড–বি. কার্যসমূহ; শাস্ত্রোক্ত অনুষ্ঠানসমূহ।
ক্রিয়ান্বিত–বিণ. ধর্মকর্মাদির অনুষ্ঠান করা হচ্ছে এমন।
ক্রিয়াবাচক–বিণ. (ব্যাক.) কার্যবোধক।
ক্রিয়াবিধি–বি. (প্রধানত ধর্মীয়) কাজকর্মের অনুষ্ঠান-নিয়ম।
ক্রিয়াবিশেষণ–বি. (ব্যাক.) ক্রিয়াপদের বিশেষণ, adverb.
ক্রিয়াশীল–বিণ. কার্যশীল; কার্যকর; ক্রিয়ান্বিত।
ক্রিয়াসক্ত–বিণ. কাজকর্মে বা শাস্ত্রীয় অনুষ্ঠানে আসক্ত, কর্মে অনুরক্ত।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...