একাদশ

একাদশ [ ēkādaśa ] (-শন্) বি. বিণ. ১১ সংখ্যা বা সংখ্যক।

[সং. এক + দশন্]।

একাদশ [ ēkādaśa ] বিণ. ১১ সংখ্যার পূরক। [সং.একাদশন্ + অ]।

একাদশ বৃহস্পতি, একাদশে [ ēkādaśa bŗhaspati, ēkādaśē ] বৃহস্পতি রাশিচক্রে জন্মলগ্ন থেকে একাদশ স্হানে বৃহস্পতির অবস্হিতি, এই অবস্হিতি পরম সৌভাগ্যের লক্ষণ বলে কথিত। একাদশ রুদ্র পিনাকী ত্র্যম্বক শম্ভু হর অপরাজিত বৃষাকপি প্রভৃতি রুদ্রের একাদশ রূপ বা অনু।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...