উত্সর্গ

উত্সর্গ [ ut-sarga ] বি.
১. সত্ বা শুভ উদ্দেশ্যে দেবতাকে অর্পণ;
২. স্বত্বত্যাগ; দান;
৩. পরিত্যাগ (জীবন উত্সর্গ করা);
৪. নিবেদন (বইটি তিনি তাঁর পিতাকে উত্সর্গ করেছেন);
৫. প্রতিষ্ঠা করা (পুকুর উত্সর্গ করা)।

[সং. উত্ + √ সৃর্জ্ + অ]।

উত্সর্গপত্র–বি. গ্রন্হাদির যে পৃষ্ঠায় তা লিখিতভাবে কাউকে নিবেদন করা হয়।

উত্সর্গীকৃত–(বাং. প্রয়োগে) উত্সর্গিত বিণ. উত্সর্গ করা হয়েছে এমন; নিবেদিত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...