উত্সাহ

উত্সাহ [ ut-sāha ] বি.
১. কাজে আগ্রহ, উদ্যম, উদ্দীপনা (নতুন উত্সাহে কাজে লাগা);
২. অধ্যবসায়।

[সং. উত্ + √ সহ্ + অ]।

উত্সাহক–বিণ. বি. যে উত্সাহ দেয়।

উত্সাহদাতা–বিণ. বি. যে উত্সাহ দেয়, উত্সাহক।

উত্সাহন–বি. উত্সাহ দেওয়া।

উত্সাহভঙ্গ–বি. উত্সাহ নষ্ট হওয়া, উদ্যমনাশ।

উত্সাহশীল–বিণ. উত্সাহযুক্ত, সোত্সাহ।

উত্সাহহীন–বিণ. উত্সাহ নেই এমন।

উত্সাহিত–বিণ. উত্সাহ পেয়েছে বা লাভ করেছে এমন (তাঁর কথায় উত্সাহিত হয়েছি)।

উত্সাহী (-হিন্)–বিণ. উত্সাহশীল; উদ্যমশীল।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...