উত্তম
উত্তম [ uttama ] বিণ.
১. খুব ভালো, উত্কৃষ্ট;
২. শ্রেষ্ঠ;
৩. উপাদেয়।
[সং. উত্ + তম]।
স্ত্রী. উত্তমা।
উত্তমপুরুষ–(ব্যাক.) ক্রিয়ার বক্তা অর্থাত্ যে নিজের সম্বন্ধে বলে, first person.
উত্তমমধ্যম–বি. (ব্যঙ্গে) বিলক্ষণ প্রহার, প্রচুর মারধর।
উত্তমর্ণ–বিণ. বি. ঋণদাতা, যে ঋণ দেয়; মহাজন।
[সং. উত্তম + ঋণ]।
বিপ. অধমর্ণ।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...