উদ্ধত

উদ্ধত [ uddhata ] বিণ.
১. যার স্বভাবে বা আচরণে বিনয়ের অভাব রয়েছে, অবিনীত, ধৃষ্ট (গর্বোদ্ধত);
২. উগ্র, দুর্দান্ত;
৩. গোঁয়ার।

[সং. উত্ + √ হন্ + ত]।

বি. ঔদ্ধত্য

উদ্ধতস্বভাব–বিণ. স্বভাবে দুর্বিনীত বা ধৃষ্টতাযুক্ত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...