উন্মত্ত
উন্মত্ত [ unmatta ] বিণ.
১. ক্ষিপ্ত, ক্ষেপে গেছে এমন;
২. পাগল;
৩. হিতাহিতজ্ঞান নেই এমন (রাগে উন্মত্ত হয়ে এসব করেছে);
৪. অতিশয় আসক্ত; ৫. আত্মহারা।
[সং. উত্ + মত্ত]।
বি. উন্মত্ততা।
স্ত্রী. উন্মত্তা।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...