উন্মথন

উন্মথন [ unmathana ] বি.
১. মন্থন;
২. ভালোভাবে মথিত করা বা ঘোঁটা;
৩. মর্দন;
৪. হনন, হত্যা (‘শত্রুর উন্মথন’)।

[সং. উত্ + √ মথ্ + অন]।

উন্মথিত–বিণ.
১. মন্থন করা হয়েছে এমন;
২. আলোড়িত;
৩. বাইরের আকর্ষণের ফলে উদ্বেলিত বা উত্তেজিত (‘উন্মথিত যৌবন’: রবীন্দ্র)।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...