উপরি
উপরি১ [ upari ] অব্য.
১. ঊর্ধ্বে, উপরে;
২. অতঃপর, তারপর।
[সং. উপ + রি (নি.)]।
উপরি-উপরি–অব্য. বিণ. পরপর (উপরি-উপরি তিন দিন)।
ক্রি.-বিণ.
১. ভাসাভাসা, অগভীরভাবে (উপরি-উপরি বোঝা)।
২. একটির উপর আর একটি করে (উপরি-উপরি রাখা)।
উপরিচর–বিণ. উপরে বিচরণ করে এমন।
উপরিতন–বিণ. উপরওয়ালা; ঊর্ধ্বতন।
উপরিভাগ–বি. উপরের অংশ।
উপরিস্হ, উপরিস্হিত–বিণ. উপরে অবস্হিত।
উপরি২ [ upari ] বিণ. নিয়মিত বা আশা অনুযায়ী যা প্রাপ্য তার অতিরিক্ত, বাড়তি (উপরি আয়, উপরি লাভ)।
বি. বকশিশ; ঘুষ; দস্তুরি; নিয়মবহির্ভূত আয়।
[বাং. উপর + ই]।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...