উপরোধ
উপরোধ [ upa-rōdha ] বি.
১. সনির্বন্ধ অনুরোধ;
২. সুপারিশ; খাতির ( ‘কোন্ উপরোধ গুরু করিল তোমারে’: কাশী.);
৩. নিমিত্ত (কার্যের উপরোধে)।
[সং. উপ + √ রুধ্ + অ]।
উপরোধক–বিণ. অনুরোধকারী।
উপরোধে ঢেঁকি গেলা–অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছাসত্ত্বেও কোনো কঠিন কাজ করতে রাজি হওয়া।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...