উর্বর

উর্বর [ urbara ] বিণ. প্রচুর; (ফসল ইত্যাদি) উত্পাদনের শক্তি আছে এমন (উর্বর জমি)।

[সং. উরু (=প্রচুর) + √ ঋ + অ]।

স্ত্রী. উর্বরা

উর্বরতা–বি. প্রচুর উত্পাদনের শক্তি।

উর্বরমস্তিষ্ক–বিণ. যার মাথায় নিত্যনতুন এবং নানান ভাবনাচিন্তা খেলে; মাথায় নানান ভাবনাচিন্তা খেলে এমন।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...