উল্কা

উল্কা [ ulkā ] বি.
১. আকাশ থেকে প্রবল বেগে পড়ে এমন জ্বলন্ত প্রস্তর; বায়ব্য আলোক; আকাশে অতিদ্রুত সঞ্চরণশীল অগ্নিপিণ্ড, meteor, shooting star;
২. মশাল।

[সং. √ উল্ + ক + আ]।

উল্কাপাত–বি. উল্কা পড়া।

উল্কাপিণ্ড–বি. আকাশে ধাবমান অগ্নিপিণ্ড।

উল্কাবেগে–ক্রি-বিণ. উল্কার গতির মতো দ্রুত বেগে।

উল্কামুখী–বি. ১. খেঁকশিয়ালি; ২. সদাক্রুদ্ধ স্ত্রীলোক; ৩. আলেয়া।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...