উল্লাস
উল্লাস [ ullāsa ] বি.
১. পরমানন্দ; হর্ষ; আহ্লাদ;
২. গ্রন্হের অধ্যায় বা পরিচ্ছেদ (প্রথমোল্লাস)।
[সং. উদ্ + √ লস্ + অ]।
উল্লসা–ক্রি. উল্লসিত হওয়া।
উল্লাসধ্বনি–বি. আনন্দের চিত্কার।
উল্লসিত [ ullasita ], উল্লাসী (-সিন্)–বিণ. উল্লাসযুক্ত, উত্ফুল্ল, আনন্দিত (‘চন্দ্রকরে উল্লসিত ঝিল্লিবনে তন্দ্রা আনে: রবীন্দ্র)।
স্ত্রী. উল্লসিতা, উল্লাসিনী।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...