ই [ i ] বাংলা ভাষার তৃতীয় স্বরবর্ণ এবং উর্ধ্ব সম্মুখ সংবৃত তালব্য ‘ই’ ধ্বনির দ্যোতক বর্ণ।

n. the third vowel of the Bengali alphabet.

-ই [ -i ] অব্য নির্দে. বক্তব্যে বা বক্তব্যের কোনো অংশে জোর দেবার জন্য নিশ্চয়াদি অর্থে শব্দান্তে ‘ই’ যুক্ত হয়।

যথা নিশ্চয়ার্থে–আমি বলবই, বাড়িতেই থাকবে।

অবিরাম অর্থে–বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই।

অধিক অর্থে–যতই বলো, কতই বা আর খাবে।

অবজ্ঞার্থে বা বিদ্রূপার্থে–আহা, কী গানই গাইলে!

পূরণবাচক বিশেষণে–সাতই চৈত্র।

অনিশ্চয়ার্থে–দেখলই যদি, যদিই বা যায়।

[তু. সং. ‘এব’]।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...

Previous Post

Next Post