ইতি
ইতি [ iti ] বি.
১. শেষ, সমাপ্তি, অন্ত (এখানেই ইতি টানছি);
২. (সং.) এইরকম, এই।
বিণ. শেষ সমাপ্ত।
[সং. √ ই + তি]।
ইতিউতি–ক্রি-বিণ. এদিক-ওদিক (ইতিউতি চাইছে)।
ইতিকথা–বি. উপকথা, কাহিনি; ইতিহাস।
ইতিকর্তব্য–বি. কর্তব্যকর্ম, উচিতকর্ম।
ইতি গজঃ–বি. আংশিক সত্যের আবরণে মিথ্যাভাষণ (মহাভারতে যুধিষ্ঠিরের ‘অশ্বত্থামা হত ইতি গজঃ এই অর্ধসত্য উক্তি থেকে)।
ইতিপূর্বে–ক্রি-বিণ. এর আগে।
ইতিবৃত্ত–বি. ইতিহাস।
ইতিবৃত্তকার–বি. ইতিহাসরচয়িতা।
ইতিমধ্যে–ক্রি-বিণ. এর মধ্যে; এর আগে; এই অন্তর্বর্তী সময়ে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...