আরোপ
আরোপ [ ārōpa ] বি.
১. এক বস্তুতে অন্য বস্তুর গুণ বা ধর্ম সংস্হাপন, অধ্যাস (রজ্জুতে সর্পের আরোপ);
২. অর্পণ, স্হাপন; ৩. অন্যায়ভাবে বা অসংগতভাবে দায়ী করা (দোষারোপ)।
[সং. আ + √রুহ্ + ণিচ্ +অ]।
আরোপক–বিণ. আরোপকারী বা আরোপণকারী।
আরোপণ–বি.
১. আরোপ করা;
২. স্হাপন;
৩. আরোহণ করানো;
৪. ধনুকে জ্যা পরানো;
৫. শস্য রোপণ।
আরোপিত–বিণ. আরোপ করা বা আরোপণ করা হয়েছে এমন।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...