আশ্বাস

আশ্বাস [ āśbāsa ] বি.
১. ভরসা, অভয়;
২. প্রবোধ, সান্ত্বনা;
৩. উত্সাহদান (আশ্বাস দেওয়া)।

[সং. আ + √ শ্বস্ + অ]।

আশ্বাসক–বিণ. বি. আশ্বাসদানকারী।

আশ্বাসন–বি. আশ্বাস দেওয়া।

আশ্বাসিত–বিণ. আশ্বাস দেওয়া হয়েছে এমন, আশ্বস্ত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...