আলোক

আলোক [ ālōka ] বি.
১. দীপ্তি, জ্যোতি, প্রভা বা উজ্জ্বলতা, যার সাহায্যে সমস্ত কিছু দৃশ্যমান হয়;
২. কিরণ (সূর্যালোক)।

[সং. আ + √লোক্ + অ]।

আলোকচিত্র–বি. ফোটোগ্রাফ।

আলোকচ্ছটা–বি. আলোকরশ্মি।

আলোকপাত–বি. জ্ঞানের আলো নিক্ষেপ, অজানা তথ্যাদি পরিবেষণ (এ বিষয়ে আলোকপাত করুন)।

আলোকবর্ষ–বি. (জ্যোতি.) এক বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে, light year.

আলোকবিজ্ঞান–বি. আলোক ও দৃষ্টিসম্বন্ধীয় তত্ত্ব, দৃষ্টিবিজ্ঞান, optics.

আলোকলতা–বি. পরগাছাবিশেষ।

আলোকশক্তি–বি. শক্তিরূপ আলোক, শক্তিতে রূপান্তরিত বা শক্তি হিসাবে ব্যবহৃত আলোক, light energy.

আলোকসংকেত–বি. জাহাজ বিমানপোত প্রভৃতিকে আলো দেখিয়ে পথের নিশানা জানাবার বিশেষ ব্যবস্হা, beacon.

আলোকসজ্জা–বি. আলো বা প্রদীপ জ্বেলে মণ্ডপসজ্জা।

আলোকসপ্পাত–বি. সিনেমা থিয়েটায় ইত্যাদিতে নানা কোণ থেকে নানাভাবে আলো ফেলবার কৌশল।

আলোকস্তম্ভ–বি. (সচ. সমুদ্রতীরে) জাহাজকে আলো দেখাবার জন্য স্হাপিত উঁচু বাতিঘর, light house.

আলোকিত–বিণ. আলোকের দ্বারা উজ্জ্বল বা দীপ্তিমান; দীপ্ত, উদ্ভাসিত।

আলোকোজ্জ্বল–বিণ. উদ্ভাসিত, দীপ্ত।

যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:

Loading books...