আসল
আসল [ āsala ] বিণ.
১. খাঁটি (আসল হীরা);
২. সত্য, প্রকৃত, যথার্থ (আসল কথাটা বলো);
৩. অবিকৃত;
৪. মূল, original (আসল দলিলটা দেখতে চাই);
৫. খরচখরচা বাদে মোট, নিট।
বি.
১. মূল জিনিস;
২. মূলধন (আসলের চেয়ে সুদ বেশি)।
[আ. অস্ল্]।
আসলি–বিণ. খাঁটি, বিশুদ্ধ, নির্ভেজাল (আসলি সোনা)।
আসলে–ক্রি-বিণ. প্রকৃতপক্ষে।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...