সংযত
সংযত [ saṃyata ] বিণ.
1 নিয়ন্ত্রিত (প্রবৃত্তিকে সংযত করা);
2 নিয়মিত, নিয়মের দ্বারা শাসিত;
3 পরিমিত (সংযত আহার);
4 নিবৃত্ত, প্রতিহত (অস্ত্র সংযত করা);
5 প্রশমিত, বশীভূত (লোভ সংযত করা);
6 রুদ্ধ (বেগ সংযত করা);
7 বিনীত, শাস্ত্র (সংযত ভাষা, সংযত আচরণ)।
[সং. সম্ + √ যম্ + ত]।
সংযতচিত্ত বিণ. (যার) মন শান্ত হয়েছে বা উত্তেজনাহীন হয়েছে এমন।
☐ বি. বশীভূত বা শান্ত মন।
সংযতবাক, (বর্জি.) সংযতবাক্ বিণ. মিতভাষী, স্বল্পভাষী।
সংযতাত্মা (-ত্মন্) বিণ.
1 আত্মসংযম করেছে এমন, জিতেন্দ্রিয়;
2 স্হিরচিত্ত।
সংযতেন্দ্রিয় বিণ. ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করেছে এমন।
যে বইগুলো কিনতে পারেন ডিস্কাউন্ট রেটে থেকে:
Loading books...